Skip to content

আমরা ইউনিলিভার

আমরা ১২৭,০০০ কর্মীর এক বৈশ্বিক পরিবার। ১৯০টি দেশে আমাদের আছে ৪০০টির ও বেশি জনপ্রিয় ব্র্যান্ড। বৈশ্বিক পারপাস (প্রত্যয়) নিয়ে আমরা এক বৈশ্বিক কোম্পানি।

আমাদের পারপাস বা প্রত্যয়ই আমাদের চালিকাশক্তি: টেকসই জীবনযাত্রা সহজ করা

এই পারপাসই আমাদের কাজের অনুপ্রেরণা। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ব্যবসা পরিচালনা করি। এই উদ্দেশ্যের মাধ্যমেই আমরা সেরা পারফর্মেন্স করতে অনুপ্রেরণা পাই।

১৮৮৩ সালে যুক্তরাজ্যে সানলাইট সাবান দিয়ে আমাদের যাত্রা শুরু হয়- এটি ছিল যুগান্তকারী, উদ্ভাবনী ও প্রত্যয়ী একটি চিন্তা। চিন্তাটি ছিল পরিচ্ছন্নতাকে সহজ ও সাশ্রয়ী করে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসা এবং এর গুরুত্বের প্রচার করা। সেই সময়ের বিবেচনায় এটিই ছিল টেকসই জীবনযাত্রার প্রত্যয়। এখনও আমাদের প্রায় ৪০০ - এরও অধিক ব্র্যান্ড একই প্রত্যয় বা পারপাস দ্বারাই পরিচালিত হচ্ছে।

শুধু নেতিবাচক প্রভাব বা ক্ষতি কমিয়ে আনা নয়, বরং পৃথিবী ও সমাজের জন্য আমরা আরও ভালো কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। পৃথিবীজুড়ে সামাজিক ও পরিবেশগত সমস্যাগুলো নিয়ে কাজ করা ও আমাদের পণ্যের মাধ্যমে মানুষের টেকসই জীবনযাত্রাকে সহজ, সাশ্রয়ী, সুবিধাজনক ও স্বাভাবিক করাই আমাদের লক্ষ্য।

১২০ বছরেরও বেশী সময় ধরে আমরা টেকসই জীবনযাত্রার পথপ্রদর্শক, উদ্ভাবক ও ফিউচারমেকার। আমাদের পরিকল্পনা এ ধারা অব্যাহত রাখা এবং টেকসই উন্নয়নকে সাথে নিয়ে এভাবেই এগিয়ে যাওয়া।

আমদের কার্যক্রম সম্পর্কে আরও জানতে আমাদের বৈশ্বিক ওয়েবসাইট ভিজিট করুন।

বৈশ্বিক পদচিহ্ন ও বিস্তৃতি

আরও তথ্যের জন্য ভিজিট করুন

  • ১৯০টিদেশে আমাদের পণ্য বিক্রি হয়
  • ৪.৪ মিলিয়ন রিটেইল দোকান ডিস্ট্রিবিউটরদের সাহায্যে সেরা ১০টি উদীয়মান অর্থনীতির দেশে পরিচালিত
  • ৫৯.৬ বিলিয়ন ইউরো২০২৩ সালের আয়, যার মধ্যে ৫৮% আয় উদীয়মান অর্থনীতির দেশগুলি থেকে

আইকনিক বৈশ্বিক এবং স্থানীয় ব্র্যান্ড

আরও জানতে আমাদের ব্র্যান্ডগুলি দেখুন

  • ৩.৪ বিলিয়নমানুষ প্রতিদিন আমাদের পণ্য ব্যবহার করেন
  • আমাদের ৩০টি পাওয়ার ব্র্যান্ডের আয় ~৭৫%
  • ব্র্যান্ড এবং মার্কেটিং খাতে ৮.৬ বিলিয়ন ইউরো বিনিয়োগ

প্রতিশ্রুত ও বৈচিত্র্যময় প্রতিভার সম্ভার

আমাদের ক্যারিয়ার বিভাগটি দেখুন এবং আমাদের জানুন

  • ১২৮,০০০ জনমানুষ বিশ্বজুড়ে ইউনিলিভার দ্বারা নিযুক্ত
  • ৮৪%এনগেজমেন্ট স্কোরএনগেজমেন্ট স্কোর
  • ৫৫%আমাদের ম্যানেজারদের প্রতিনিধিত্ব করে নারী

ডিজিটাল ও প্রযুক্তি-সক্ষম কার্যক্রম

  • ৫৭,০০০সাপ্লায়ার প্রায় ১৫০টি দেশে
  • ২৮০+ ফ্যাক্টরিইউনিলিভার দ্বারা পরিচালিত
  • ২৩ মিলিয়ন গ্রাহকের অর্ডারের পূরণ করা হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তির পৃথকীকরণ

ইউনিলিভারে উদ্ভাবন সম্পর্কে আরও পড়ুন

  • ৯৪৯ মিলিয়ন ইউরোগবেষণা ও উন্নয়ন খাতে ব্যয়
  • ২০,০০০+ পেটেন্টআমাদের আবিষ্কার ও যুগান্তকারী উদ্ভাবনগুলিকে সুরক্ষিত রাখছে
  • ১.৮ বিলিয়ন ইউরোক্রমবর্ধমান আয়উদ্ভাবন থেকে

বিস্তৃত টেকসই দক্ষতা

আরও জানার জন্য স্থায়িত্ব বিভাগে যান

  • ২০২৩ সালের রেটিংসিডিপি ফরেস্ট, ওয়াটার অ্যান্ড ক্লাইমেট-এ
  • ৭৪% হ্রাস২০১৫ সাল থেকে আমাদের কার্যক্রমে জিএইচজি নির্গমনের ক্ষেত্রে
  • ১.৯ মিলিয়ন এসএমইআমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের ব্যবসা সম্প্রসার করার জন্য

আমাদের শীর্ষ কর্মকর্তারা আমাদের কোম্পানির ব্যবসা-কৌশল নির্ধারণ (স্ট্র্যাটেজি) ও আমাদের কর্মীদের নেতৃত্ব দিয়ে ব্যবসায় পরিচালনা করে থাকেন। আমাদের পরিচালক ও লিডারশীপ টিম সম্পর্কে এখান থেকে জানুন।

জাতির পুষ্টি নিশ্চিতকরণ

আমরা বিশ্বাস করি, সুস্বাদু খাবারের সাথে সুষম পুষ্টি সবার জন্য, সবখানে সহজলভ্য হওয়া উচিত। একটি স্বাস্থ্যবান জাতি গড়ে তোলার প্রত্যাশায় এবং পুষ্টিকে সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৯৭৪ সাল থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড নামে পূর্বেপরিচিত) বাংলাদেশে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। হরলিক্স, মাল্টোভা, বুস্ট ও গ্লুকোম্যাক্স ডি (গ্ল্যাক্সোস ডি নামে পূর্বপরিচিত) এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলি উৎপাদন ও বাজারজাত করার মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে ও একটি স্বাস্থ্যকর ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অবদান রাখার প্রত্যয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। প্রায় পাঁচ দশক ধরে আমরা আমাদের আন্তর্জাতিক মানের বৈশ্বিক ব্র্যান্ডের পন্যগুলি বাংলাদেশের উৎপাদন ও বাজারজাত করার মাধ্যমে ভোক্তাদের ভালোবাসা অর্জন করেছি। পাশাপাশি দায়িত্বশীল কোম্পানি হিসেবে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের একটি ইতিবাচক ভাবমূর্তি বা কর্পোরেট ইমেজ রয়েছে।

বাংলাদেশের হেলথ ফুড ড্রিংক (এইচএফডি) ক্যাটাগরিতে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল) একটি শীর্ষস্থানীয় নাম এবং আমরা সাফল্যের সাথে আমাদের অবস্থান ধরে রেখেছি। মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখায় আমাদের ব্র্যান্ডগুলোর সকল পণ্য নিয়েই আমরা গর্বিত। বিশেষ করে আমাদের ব্র্যান্ড হরলিক্স সব ক্যাটেগরি বিবেচনা করলেও দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হিসেবে বিবেচিত হয়।

বিশ্বের শীর্ষস্থানীয় ফাস্ট মুভিং কনজ্যুমার গুডস (ভোগ্যপণ্য) কোম্পানি ইউনিলিভারের সাথে সফলভাবে একীভূত হওয়ার পর থেকে নতুন উদ্যমে আমাদের ব্র্যান্ড এবং কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ থেকে সব ধরণের অপুষ্টি দূর করতে ইতিবাচক অবদান রাখছি। টেকসই উন্নয়নের প্রত্যয়ে ইউনিলিভারের বৈশ্বিক ব্যবসা কৌশল (স্ট্র্যাটেজি) ইউনিলিভার কম্পাস অনুসারে ইউসিএল 'পজিটিভ নিউট্রিশন' বা 'সবার জন্য আদর্শ পুষ্টি' অর্জন করতে কার্যক্রম পরিচালনা করছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) জিরো হাংগার (ক্ষুধামুক্তি) ও হেলথ এন্ড ওয়েলবিং (স্বাস্থ্য ও সুস্থতা) লক্ষ্যের অন্তর্ভুক্ত।

Back to top